মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।
পটুয়াখালী সদর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে দুগ্ধ উৎপাদনকারী খামারিদের মাঝে ক্রিম সেপারেটর মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) মাধ্যমে এসব ক্রিম সেপারেটর মেশিন খামারিদের মাঝে বিতরণ করা হয়। সদর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আয়োজিত বিরতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান। এ সময় অনান্যদের মধ্যে পটুয়াখালী জেলা ডেইরি ফামার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, সদর উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইদ হাসান, সদর উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা ডাঃ জেরিন সুলতানা তৃষা সহ খামারিরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান বলেন, ‘এসব ক্রিম সেপারেটর মেশিন ব্যবহার করে খামারিরা দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবে এবং এ থেকে তারা বিভিন্ন দুগ্ধ জাতীয় পন্য উৎপাদন করতে পারবেন। ফলে খামারিরা যেমন লোকসান থেকে মুক্তি পাবে তেমনি দুধের ন্যায্য দাম নিশ্চিত করা সম্ভব হবে পাশপাশি বাজারে কেউ সিন্ডিকেট তৈরী করতে পারবে না।
মন্তব্য