আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিল উপজেলায় বদলকোট বাজারে আগুন লেগে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে প্রায় ১কোটি ৫০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে চাটখিল ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয়রা জানান, দুপুর ৩টার দিকে বদলকোট বাজারের একটি লন্ড্রি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের স্থানীয় ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এর মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে মুদি,গার্মেন্টস, ফার্মেসি,দোকানসহ ১৫টি দোকান পুড়ে যায়।বদলকোট বাজার পরিচালনা কমিটির সভাপতি সেলিম হোসেন ও সাধারণ সম্পাদক ইকরামুল হক সুমন সকলের সহযোগিতা বাজারে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাজারে আগুন লেগে শাহাজাহান ফার্মেসি, শহীদ বেডিং স্টোর, টিএম ইলেকট্রনিক, পাটোয়ারী ফার্মেসি, রিয়া স্টোর, শাহনাজ মুদি দোকান, মনির লন্ড্রি, কাজল ষ্টোর, মা এন্টাপ্রাইজ , ইসলামিয়া পাঠাগার, আবরার কফি হাউজ, মা মেডিসিন, আল্লাহ দান এগ্রো, দাদা নাতির হার্ডওয়্যার ও মজুমদার ট্রেডার্স পুড়ে ছাই হয়ে গেছে।তারা আরো বলেন ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে না, ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ প্রায় ১কোটি ৫০লক্ষ টাকা। তাই প্রশাসক ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতি আহ্বান জানাবো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য যাতে ব্যবসায়ীরা ব্যবসা শুরু করতে পারে।বদলকোট বাজার পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রকল্প কর্মকর্তা সুব্রত চন্দ্র দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, পৌরসভা বিএনপির আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা, যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ মহি উদ্দিন হাসান সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।চাটখিল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার চন্দ্র শেখর গাইন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান লন্ড্রি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ছোট বড় ১৫টি দোকান পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
মন্তব্য