কবি শাহাদাত হোসেন তালুকদার
তারিখঃ ০৬/০৬/২০২৩ খৃষ্টাব্দ
আশা তার ক্ষমতার গাছে কাঁঠাল
মুখে তেল,
ডুবে রয় হিংসায় নুনগুলে জল খায়
কুনজর হীনমন বেশি খুব স্বার্থপর,
পাগলের প্রলাপে পাবনাতে ঠাঁই হয়।
জ্বালাও পুড়াও সন্ত্রাস
কত খুন নিষ্পাপ,
মানুষ নিধন পাপিষ্ঠ নিষ্ঠুর জানোয়ার,
জগন্য খুনির দল দূর্নীতি অন্যায়
ক্ষমতা খুব সস্তায় দূতাবাসে পাওয়া
যায়।
পেট্রোল বোমাতে দেশ পুড়ে আগুনে
প্রতিশোধের খড়্গ দেশটা কি মর্গ ?
ভাই তোরা নূর আলী রাজনীতি শেখালি
অগ্নিতে নরকুপ দেশেটা রে কি পেলি ?
রাজপুতের পার্সেন্ট পকেটে চায়
আর্জেন্ট,
অপকর্মের কাজী টি শয়তান পাঁজিটি
লাটের লাট মস্ত,
ধান্ধাবাজ লুটপাট স্বভাব তার ভুটভাট,
বোমাবাজ চাঁদাবাজ হাতে হাতে অস্ত্র।
কল্যাণ মানুষের নাহি যার চেতনায়
মানুষের নেতা নয় নিজে সেধে
নেতা কয়,
লোভে শুধু ক্ষমতা দিন দুপুর স্বপ্নে,
শ্লোগান জিন্দাবাদ চাঁদ দেখে অন্ধে
দৌড়ঝাপ ফিসফাস মাখে জয় অঙ্গে।
হাতে মোয়া মসনদ পাবনাতে
আছে সব –
হামবাড়া আপনায় জাতপাত গিলে
খায়,
মহাভাব নিজে সব মনুষ্যের মন নেই
কাপুরুষ কুখ্যাত রাজাকার মস্ত।
ভোট খেলা বুঝি আঁই কারা পায়
সরকার,
আওয়ামী লীগ বারবার এই দেশে
দরকার,
মেধা মন চিন্তায় দেশ মায়া আছে যার,
ভোট গেইমে নৌকা ভারি পরিপোক্ত।
উন্নয়ন এদেশের দেখেছি যা জীবনে,
গর্বের বাংলা বুক ভরে পরাণে,
জিতে যাবে নৌকা দেশ সেবার কারণে,
সুখে আজ জনগণ
চোখে দেখা উন্নয়ন,
ধারাবাহিক এই মতে পালাবদল
কেন আর ?
ক্ষমতার কল্পে বিরোধীরা জল্পে
ঘুমে থাক্ স্বপ্নে গুড়ে বালি
থালাতে,
জয় বাংলা জাগরণ জেগে উঠো
পূনরায়,
দেশ অনেক এগিয়ে উন্নয়ন মাত্রায়।
গরীব দুখি এতিমের হক তোরা
খা গিয়ে,
অপরাধী আসামী থাক যেথায়
পালিয়ে।
বিকল্প নেই কোন সমতুল্য হাসিনার
এই কথা সত্য মা মাটি বুঝলো,
সুখের লাগি মানুষের মুজিবের কণ্যা
বাংলার শিরোমণি অনন্যা হাসিনা,
ধর্মপ্রাণ মা-বোন দেশ-মাতা তুল্য।
অন্যতায় রসাতলে তলা বিহীন
ঝুরি সেই,
ভুলে যদি পড়ে সীল হবে বসে
কাঁদিতে,
সাবধান জনগণ শোন মোরে বুঝিতে
স্বাধীনতার শত্রু বসে যদি গদিতে,
দেশ হবে ধ্বংস পারবে না চিনিতে।
মন্তব্য