বিশেষ প্রতিনিধি মোঃ শাহ আলম >>> গত ৫/২/২০২৫ রোজ বুধবার নূর ফরাজী মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়, হাউজিং ও এলাকাবাসীর উদ্যোগে। উক্ত মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি আবু সাঈদ দা.বা. পীর সাহেব ফুলছোঁয়া, প্রধান মুফতি ফরিদাবাদ মাদ্রাসা ঢাকা। আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আউয়াল দা.বা. পীর সাহেব ডি.আই.টি ও মুহতামিম হাজীপাড়া মাদ্রাসা, আল্লামা মুফতি আব্দুল গফফার দা.বা. শায়খুল হাদিস ও প্রধান মুফতি নগরকান্দি ফরিদপুর, আলহাজ আব্দুল্লাহ মোহাম্মদ হাসান দা.বা. পীর সাহেব বাহাদুরপুর ও সভাপতি বাংলাদেশ ফরাজি আন্দোলন,মাওলানা আবুল বাশার ফরাজি প্রচার সম্পাদক বাংলাদেশ ফরাজি আন্দোলন।
মন্তব্য