২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • জাতীয় >> রাজনীতি >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • নীলফামারীর ডিমলায় জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
  • নীলফামারীর ডিমলায় জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    জসিম উদ্দিন নাগর, নীলফামারী প্রতিনিধিঃ>>>

    বাংলাদেশ জিন্দাবাদ,জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লী বন্ধু এরশাদ অমর হোক, জি এম কাদের জিন্দাবাদ, এই স্লোগান করে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে, দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।শনিবার বিকালে নীলফামারী ডিমলা উপজেলা লাঙ্গলবাড়ি মাঠে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কেন্দ্রীয় সদস্য ও ডিমলা উপজেলা আহ্বায়ক কমিটির আহবায়ক লে: কর্নেল (অব:) মো:তছলিম উদ্দিন পিএসসি এর সভাপ্রধানে এতে বক্তব্য রাখেন, ডিমলা সদর ইউনিয়ন জাপার সভাপতি আবুল কালাম আজাদ, ঝুনাগাছ চাপানী ইউনিয়ন জাপার সভাপতি ডা: সাইদুল ইসলাম, টেপাখড়িবাড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, খালিশা চাপানী ইউনিয়ন জাপার সভাপতি দুলু সরকার,গয়াবাড়ী ইউনিয়ন জাপার সভাপতি সেলিম রেজা, খগাখড়িবাড়ী সভাপতি হাসিনুর রহমান। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা জাতীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম।আলোচনা সভা শেষে কন্ঠ ভোটে কেন্দ্রীয় সদস্য ও উপজেলা আহ্বায়ক লে: কর্নেল (অব:) মো: তছলিম উদ্দিন পিএসসি সভাপতি, সাধারণ সম্পাদক ইকরামুল হক এবং ডাবলু মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি পূনাঙ্গ কমিটি গঠন করা হয়।এ সময় নব নির্বাচিত সভাপতি লে: কর্নেল (অব:) মো: তছলিম উদ্দিন পিএসসি বলেন, আমরা ডোমার ডিমলার মানুষ কর্ম সংস্থান চাই, আমরা বাঁচার মত বাঁচতে চাই। সকল অন্যায়, অত্যাচার, অনাচারের বিরুদ্ধে রুখে দাড়াতে চাই। আমরা শান্তিকামী মানুষ শান্তি প্রতিষ্ঠা করাই আমার আদর্শ। আপনারা আমার পাশে যেভাবে মেঘমালার মত লেগে আছেন তা দেখে আমি অত্যন্ত খুশি।ইতি মধ্যে আপনারা অবগত হয়েছেন জাতীর পার্টির লাঙ্গল এখন একজন সৎ যোগ্য ব্যক্তিত্ব জিএম কাদের ভাইয়ের হাতে। আশ করি লাঙ্গলের বিজয় হবে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আপনাদের নেক দোয়া ও সমর্থন যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বাঁধভাঙ্গা জোয়ারের ন্যায় আসতে শুরু করেছে এ ধারা অব্যাহত থাকলে লাঙ্গলের বিজয় হবে হবেই ইনশাআল্লাহ।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page