আনিসুর রহমান মিঠু, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন অপারেশনাল প্রোগ্রামের আওতায় এবং জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও প্রেস মিডিয়ার সহযোগীতায় সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মো: এফতেখারুল ইসলাম, ডা: শিরিন আকতার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল হান্নান, ডিবিসি নিউজের রংপুর বিভাগীয় কো অর্ডিনেটর মাজেদ মাসুদ প্রমুখ।সভা শেষে দেশব্যাপি প্রচারণার অংশ হিসেবে সিভিল সার্জন অফিস চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপুর্ন স্থানে সুসজ্জিত ট্রাকে মাইকিং এর মাধ্যমে প্রচার করা হয়। এসময় স্বাস্থ্যবার্তা এবং নিরাপদ খাদ্য ও ভেজাল প্রতিরোধ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
মন্তব্য