মোঃ মনজুরুল ইসলাম নটোর প্রতিনিধিঃ>>>
নাটোরের আওয়ামী লীগের জনপ্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে তাঁর ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় ভাবে পুস্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, স্মরণ সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির পালন করা হচ্ছে এবিষয়ে লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী বলেন, আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ২০তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আজ সোমবার (৬জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার চিরঞ্জীব মমতাজ স্মৃতি স্তম্ভে বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন নাটোর জেলা, লালপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে কবর জিয়ারত করে শহীদ মমতাজের বাসভবনে স্মরণ সভায় অংশ নেন তারা। এসময় শহীদ মমতাজ উদ্দীনের স্মৃতিচারণ করে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শের সৈনিক ছিলেন শহীদ মমতাজ উদ্দিন। তিনি মানুষের জন্য জীবনকে উৎসর্গ করেছেন। অথচ কিছু আওয়ামী লীগ নেতা শহীদ মমতাজ উদ্দিনকে পুঁজি করে বাড়ি-গাড়ি করেছেন, দলে বিভক্তি সৃষ্টি করছেন। তাই সবাইকে শহীদ মমতাজের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।এসময় লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, আহাদ আলী সরকার, আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয় প্রমুখ
মন্তব্য