মিজানুর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি>>>
কুড়িগ্রামের নাগেশ্বরী প্রেসক্লাব-এর সংবাদকর্মীদের সাথে থানা পুলিশের “তৃতীয় চোখে নাগেশ্বরী” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। থানার নবাগত অফিসার ইনচার্জ আশিকুর রহমানের সভাপতিত্বে এ সময় নাগেশ্বরী থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, চোরাকারবারি, বাল্যবিবাহ, ইভটিজিং, অনলাইনে জুয়া, নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে সংবাদকর্মীরা মত প্রকাশ করেন।এতে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) তামবিরুল ইসলাম, এএসআই প্রভাত চন্দ্র, নাগেশ্বরী প্রেসক্লাব এর সভাপতি এবং মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক যায়যায়দিন এর উপজেলা প্রতিনিধি ওমর ফারুক, সাধারণ সম্পাদক, চ্যানেল টুয়েন্টি ফোর ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর জেলা প্রতিনিধি গোলাম মওলা সিরাজ, আরটিভির কুড়িগ্রাম উত্তর ও দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চল, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের দর্পণের উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, মাইটিভি ও দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, দৈনিক আমাদের প্রতিদিন এর প্রতিনিধি ডা. শেখ মো. নুর ইসলাম, এশিয়ান টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ বুলেটিন এর নাগেশ্বরী-ভূরুঙ্গামারী প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, দৈনিক মানব কণ্ঠের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আমার সংবাদ এর প্রতিনিধি নুর-ই আমম সিদ্দিকী, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি আবুবকর সিদ্দিক প্রমুখ।
মন্তব্য