২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> কুড়িগ্রাম
  • নাগেশ্বরী উপজেলায় চেয়ারম্যান প্রাথীর পক্ষে সরকারী কর্মচারীর গণসংযোগ
  • নাগেশ্বরী উপজেলায় চেয়ারম্যান প্রাথীর পক্ষে সরকারী কর্মচারীর গণসংযোগ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিজস্ব প্রতিবেদক>>> কুড়িগ্রামের নাগেশ্বরীতে তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে সরকারি বিধি লঙ্ঘন করে প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে মোঃ ইউনুস আলীর বিরুদ্ধে। তিনি নাগেশ্বরী উপজেলার গাগলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।সরকারি আইন তোয়াক্কা না করে বিদ্যালয়ের ক্লাস ফাঁকি দিয়ে নির্বাচনে প্রার্থীর পক্ষে ভোট চাওয়া, উঠান বৈঠকে অংশ নেয়ার ঘটনায় সুশীল সমাজ ও স্থানীয়দের মাঝে সমালোচনার ঝড় উঠেছে।জানা গেছে গাগলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী দীর্ঘ দিন ধরে ঐ বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন।২০২৪ সালে সরকারী নির্বাচনী নীতি মালা অনুযায়ী কোন সরকারি কর্মকর্তা নির্বাচনে প্রাথীর পক্ষে প্রচারনা করা যাবে না মর্মে নীতিমালা / প্রজ্ঞাপন জারি করলেও মানছেন না ঐ শিক্ষক।২৫ মে নাগেশ্বরী উপজেলার বিএসসি মোড়ে স্বশরীরে চেয়ারম্যান প্রার্থী মোঃমোস্তফা জামান মোটরসাইকেল প্রতীকের পক্ষে নির্বাচনী কাজে অংশ গ্রহন করেন।এছাড়া ঐ প্রধান শিক্ষকের ব্যবহৃত গাড়ির সামনে মোটরসাইকেল প্রতীকের স্টিকার লাগিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃইউনুস আলী অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন আমি প্রার্থী মোঃমোস্তফা জামানের মোটরসাইকেল প্রতীকের পক্ষে কাজ করে যাচ্ছি। মাঠে গ্রামে উঠান বৈঠকে জনসংযোগ করে আসছেন বলে জানান তিনি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুড়িগ্রাম ও রিটার্নিং অফিসার মোঃপূবন আখতার বলেন সরকারি কর্মকর্তা ও কোন কর্মচারী সরাসরি কোন প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে অংশ নেয়ার কোন বিধান নেই।ইউনুস আলীর বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page