মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দায় চরযশোরদী ইউনিয়নের কৌরবালি গ্রামের বাবলু মাতুব্বরের স্কুল পড়ুয়া মেয়ে বৃষ্টি আক্তার (১৫) গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে পরিত্যক্ত রান্না ঘরের বাঁশের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে মারা যায়।১৫ জানুয়ারী রবিবার রাত আনুমানিক ৭ টা ৩০ মিনিটের সময় বৃষ্টি আক্তার পড়ার টেবিল থেকে প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়।
বৃষ্টির মা বেইলি বেগম বলেন,মেয়েকে ঘরে যেতে দেরি দেখে ঘর থেকে বের হই নাম ধরে ডাকি কোন জবাব না পাওয়ায় আশপাশে খুঁজে মেয়েকে না পাইলে বাড়ির লোকজনকে জানায় এবং খোঁজাখুজি করি,খোঁজার পর আমরা দেখি যে বৃষ্টি আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে ঝুলছে। বৃষ্টিকে ঝুলন্ত অবস্থা থেকে মাটিতে নামালে তখন জীবিত দেখে ডাক্তারের কাছে নেওয়ার পথে বৃষ্টি মারা যায়।বৃষ্টির মা আরও বলেন স্কুল থেকে একটি ট্যাব আমার মেয়ে পায় সেইটি দিয়ে দিন রাত কোন ছেলের সাথে কথা বলে, আমি অনেক নিষেধ করি কিন্তু কাল কোন কিছুই বলিনি।খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ফরিদপুর মর্গে পাঠায়।নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান বলেন লাশের পোস্টমর্টেম শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেয়ে মৃত্যুর কারণ জানা যাবে এবং পরবর্তীতে এ বিষয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বৃষ্টি চাঁদহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। চলতি বছর এস এসসি পরিক্ষার্থী। বৃষ্টির মৃত্যুে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সহপাঠী ও এলাকার মানুষ গভীর শোকপ্রকাশ করেন।তবে মেয়ের ব্যবহারিত মোবাইল ট্যাব ও গলায় ফাঁস দেওয়া ওড়নার কে বা কারা কোন সন্ধান কেউ দিতে পারছে না।
মন্তব্য