মো দেলোয়ার হোসেন সিদ্দিকী
তারিখঃ ০৯ এপ্রিল ২০২৪ খ্রিঃ
মেঘ সরাতে আসে আসুক বৃষ্টি
তোমার দিকে তাকিয়ে শুধু দেখি
অপলক নয়নে সারাক্ষণ বলছি
বর্ষার এই দিনে হোক গল্প কাহিনী
দুজনের দুটি মনের কথা হোক
বিবেক ময় জাগরণের গানটি
মিলেমিশে হবো মোরা জুটি
যে কথা তোমাকে বলতে পারিনি।
তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়েছি
আমি আত্মবিশ্বাসী বন্ধু পেয়েছি
আমাকে এবার ধন্য করে বরণ করো
তোমার তুলনা শুধুই অনন্য রূপবতী।
যদি দাও কথা হবে মোদের দেখা
তোমার কাছে প্রেম নিবেদন করছি
জীবন মরনে তোমাকে পাশে চেয়েছি
প্রকৃতির প্রেম দৃষ্টিতে হোক বন্ধুত্বের সৃষ্টি।
মন্তব্য