২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • জাতীয় >> জীবন গল্প >> দেশজুড়ে >> শিক্ষা >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানঃ সংসদ নদভী
  • দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানঃ সংসদ নদভী

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় আওয়ামীলীগ নেতা কর্মিদের গণমানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী। ১৪মে’২৩ ইং রবিবার বাংলাদেশ সংবাদ প্রতিদিনকে তিনি জানান, দুর্যোগ প্রবণ এলাকায় সকল মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে আমার নির্বাচনী এলাকা সাতকানিয়া লোহাগড়ার উপজেলা প্রশাসন, সকল ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার গ্রাম পুলিশ কে নির্দেশ দিয়েছি,দেশবাসীর উদ্দেশ্যে সংসদ নদভী বলেন, আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা দেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় মোকাবিলার প্রধান দায়িত্ব সরকারের হলেও সরকারের পাশাপাশি সকল নেতাকর্মীদের একযোগে দুর্যোগ মোকাবিলায় কাজ করতে হবে।তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা,দুর্যোগ মোকাবেলায় সাফল্যের একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। দুর্গত মানুষের পাশে থাকাই আওয়ামী লীগের রাজনীতি।প্রাকৃতিক দুর্যোগ ও দূর্বিপাকে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘরে থাকতে পারে না। দূর্গত মানুষের কল্যাণে সরকারি ও বেসরকারি উদ্যোগেও আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে দূর্গত মানুষের কল্যানে সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন প্রফেসর ডঃ আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী। দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে মহান আল্লাহর সহায়তাও কামনা করেছেন তিনি।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page