মোঃ শাহিনুর রহমান আকাশ ভ্রাম্যমাণ প্রতিনিধি>>>
রাজশাহী দুর্গাপুর উপজেলার শ্যামপুরে যাত্রী ছাউনি সংলগ্ন এক পুকুরে দুষ্কৃতীদের বিষ বা গ্যাস ট্যাবলেট, প্রয়োগে মাছ নিধন বা মারা গিয়েছে, একই এলাকার মৃত মোঃ রিয়াজ উদ্দিন মন্ডলের, ছেলে মাছ চাষী মোঃ লালন মন্ডলের পুকুরে এই ঘটনা ঘটে মোঃ লালন জানান এক পুকুর থেকে৷ অন্য আরেকটি পুকুরে, মাছ সেট বা পার করার উদ্দেশ্যে তার বাড়ির সংলগ্ন এক পুশকুনিতে ৪ থেকে ৫ মন বিভিন্ন প্রজাতির মাছ পার করে রাখেন, গত দিবাগত রাতে কে বা কাহারা বিষ বা ট্যাবলেট প্রয়োগ করে, এতে করে পুশকুনিতে পার করে রাখা বিভিন্ন প্রজাতির মাছ সহ বিভিন্ন পোকামাকড় মারা যায়, এতে করে মাছ চাষী লালন মন্ডল বলেন, আমার প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়েছে, এই বিষয়ে ১,নং নপাড়া ইউনিয়নের বিট অফিসার উপ পরিদর্শক( S,i ) শফিকুল ইসলাম৷ কে মুঠোফোনে জানানো হলে তিনি বলেন এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার বা সশরীরে উপস্থিত হয়ে ঘটনাস্থলে পরিদর্শন ও তদন্ত করে আইনি সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন, এদিকে পুকুর চাষী লালন মন্ডল অজ্ঞাত আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।এবং তিনি চান সুস্থ তদন্ত সাপেক্ষে খুব দ্রুতই দুষ্কৃতিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হক এই ঘটনাটি ঘটেছে শ্যামপুর যাত্রী ছাউনি পশ্চিম পাশে ভুক্তভোগী লালন মন্ডল এর বাড়ি সংলগ্ন এক পুশকুনিতে
মন্তব্য