২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • জাতীয় >> শীর্ষ সংবাদ
  • দু’পক্ষের দ্বন্ধ নিরসনে সঠিক রায়কে দখলবাজীর ইন্ধন ইংগীত করা দুঃখজনকঃ সাংসদ নদভী।
  • দু’পক্ষের দ্বন্ধ নিরসনে সঠিক রায়কে দখলবাজীর ইন্ধন ইংগীত করা দুঃখজনকঃ সাংসদ নদভী।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইটভাটা নিয়ে দু’পক্ষের দ্বন্ধ নিরসনে তথ্য উপাত্ত ও স্বাক্ষীর সাক্ষ্যসহ ন্যায় প্রতিষ্ঠার উদ্যোগকে দখলের অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, তিনি আরো বলেন, ন্যায় প্রতিষ্ঠার উদ্যোগকে দখলবাজীর ঈংগীত করা খুবই দুঃখজনক।২৮ মে রোববার বিভিন্ন গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ ডক্টর আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এসব কথা বলেন। গতকাল শনিবার চট্টগ্রাম নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে স্থানীয় শাহ মজিদিয়া ব্রিকস (এসএমবি) নামে একটি ইটভাটার মালিক কামালউদ্দিনের স্ত্রী মোর্তজা বেগমের অভিযোগের প্রতিক্রিয়ার সাংসদ নদভী বলেন, ‘আমার ইন্ধনে ইটভাটা দখল করার যে অভিযোগটি করা হয়েছে তা মনগড়া ও ডাহা মিথ্যা। যে ইটভাটা দখল নিয়ে সংবাদ সম্মেলন এবং আমার ইন্ধনের ঈংগীত করা হয়েছে সেখানে আমার নিকটতম কোন সম্পর্ক ও সংশ্লিষ্ঠতা নেই, এমন কি সে দখলবাজীর কথিত অভিযোগের সাথে আমার কোনো লোকজনের সম্পর্কও নেই। আমি সবসময় মনে প্রানে, চিন্তা-চেতনায় যেকোন অন্যায় অবিচার, জুলুম, নির্যাতন, দখলবাজী চাঁদাবাজীর বিরোদ্ধে কঠিন স্বোচ্ছার। সাতকানিয়া-লোহাগাড়ার একসময়ের উত্তপ্ত অশান্ত জনপদে সকলের সহবস্থানের মাধ্যমে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় অনেকদুর এগিয়েছি। সাংসদ নদভী আরো বলেন, এসএমবি ইটভাটাটি নিয়ে দির্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে দ্বন্ধ ছিল, সেই দ্বন্ধ যাতে সংঘাতে রুপ না নেয় দুপক্ষের সম্মতিতে আমি তার একটি ন্যায়সঙ্গত সমাধান দেওয়ার চেস্টা করেছি। এ সমাধান প্রক্রিয়ার সুত্র ধরে যার সম্পদ সে বুঝে নেওয়ার পর শাহ মজিদিয়া ব্রিকস (এসএমবি) ইটভাটার মালিক কামালউদ্দিনের স্ত্রী মোর্তজা বেগম নগরীর একটি রেঁস্তোরায় সংবাদ সম্মেলন করে আমার বিরোদ্ধে যে ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ করেছেন আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি।
    এ বিষয়ে সংসদ সদস্য নদভী আরো বলেন, ‘এমপির কাজ জনগণের পাশে দাঁড়ানো, ন্যায়বিচার প্রতিষ্ঠা, অসহায় মানুষকে সহায়তা করাই একজন জনপ্রতিনিধির কাজ। একিই সাথে এলাকায় অবৈধ সব কার্যক্রম প্রতিরোধ করে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখাই একজন জনপ্রতিনিধির নৈতিক দায়িত্ব। আমিও তাই করি। এই ইটভাটাটি শমসু, সালেহ ১০ মাস ধরে অবৈধভাবে দখল করে রেখেছে। একজন মজলুম মানুষ আমার কাছে বিচার নিয়ে এসেছে। আমি বসে দুপক্ষের কাগজপত্র দেখে সমাধান করে দিয়েছি।’
    সংশ্লিষ্ঠ জনগনের উদ্দেশ্যে সাংসদ বলেন, ‘আপনারা দুপক্ষের কাগজপত্র দেখেন। স্পষ্ট হবেন, কে আসলে ইটভাটাটির মালিক। আমি কিন্তু ন্যায়বিচার করেছি। যার ইটভাটা তাঁর পক্ষে রায় দিয়েছি। যেটি আমার দায়িত্ব। সে রায়ে কোন পক্ষ সংক্ষুদ্ধ হলে ন্যায় পাওয়ার আইনগত সুযোগ রয়েছে সবার জন্য। যার সম্পদ সে যদি বুঝে নেয়, এটি কি দখল হবে?’উল্লেখ্যঃ বিএসবি ব্রিক্সের মালিক কামালউদ্দিন ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। সংবাদ সম্মেলনে কামাল উদ্দিনের স্ত্রী মোর্তজা বেগম বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের নেতৃত্বে ইটভাটায় লুটপাট, ভাঙচুর চালানো হয়। এতে সংসদ সদস্য নদভীর বিরুদ্ধে ইন্ধন দেওয়ার অভিযোগ করেন।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page