ত্রিশাল উপজেলা প্রতিনিধি সোহেল রানা >>> ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার কালাম সাহেবের মার্কেটের সামনে ঢাকাগামী বাস থামানোর ফলে মারাত্মক যানজট সৃষ্টি হচ্ছে। এতে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।স্থানীয়রা জানান, এই এলাকায় বাস দাঁড় করানোর ফলে সড়কের স্বাভাবিক গতি ব্যাহত হয় এবং তীব্র যানজট তৈরি হয়। বিশেষ করে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।যানজট কমাতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে বাসস্টপটি স্থানান্তরের দাবি উঠেছে। স্থানীয়রা প্রস্তাব দিয়েছেন, বর্তমানে যেখানে বাস থামে, সেখান থেকে স্থান পরিবর্তন করে ডাচ-বাংলা এ.টি.এম বুথের সামনে বাসস্টপ স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হোক। এতে সড়কে যান চলাচল সহজ হবে, পথচারীদের দুর্ভোগ কমবে এবং দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তারা আশা করছেন, প্রশাসন দ্রুত উদ্যোগ নিলে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল বাজার এলাকায় যানজট অনেকটাই কমে আসবে এবং জনগণের চলাচল নির্বিঘ্ন হবে।
মন্তব্য