কলমে ঃ মোঃ আতিয়ার রহমান
তারিখ ঃ ১৯-৫-২৩
পাল্টে গেছে যুগ এখন
সময়ের প্রয়োজনে
এন্ড্রয়েড ফোনে বলছে কথা
হাসি খুশি মনে।
বয়স কোন বিষয় নয়
মনটাই হলো মূল
এন্ড্রয়েড ফোনে তুলছে ছবি
হয়নার তার তুল।
মনে সবার জাগে সাধ
যুগের সাথে চলতে
বিনা তারে সবার সাথে
মনের কথা বলতে।
বলা যায় কথা আবার
ছবি যায় দেখা
মনে মনে ভাবে সবাই
নাইতো আমি একা।
বিশ্ব এখন হাতের মুঠোয়
যোগাযোগ হয় সহজে
সৃষ্টিশীল আছেন যারা
ব্যস্ত থাকেন মগজে।
কোথায় কি হচ্ছে এখন
যাচ্ছে সহজে জানা
অনৈতিক কাজ করা কিন্তু
ফোনে আছে মানা।
মন্তব্য