এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):>>>>
টানা তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামলো মোংলায়। প্রশান্তির এ বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনমনে। রবিবার (১২ জুন) বিকেল ৩টার দিকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। এসময় পৌর শহরের বিভিন্ন এলাকায় মানুষকে বৃষ্টিতে ভিজতে দেখা যায়।পৌর শহরের বাসিন্দারা জানান তীব্র গরমের ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্ট হয়েছে একদিকে লোডশেডিং অন্যদিকে তাপদাহ। এর মাঝে আজকের বৃষ্টির ফলে অনেকটা স্বস্তি লাগছে। সাংবাদিক হাসিব সরদার বলেন, গরমে অসহায় হয়ে পড়েছিলাম। বাইরে চলাচল কঠিন ছিল। গরম থেকে কিছুটা হলেও পরিত্রাণ পেলাম। তবে এভাবে বৃষ্টি থাকলে ভ্যাপসা গরম কিছুটা কমে আসবে বলে আশা করছি।
মন্তব্য