১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
র‍্যাবের যৌথ অভিযানে রূপগঞ্জের স্ত্রী সন্তান হত্যা মামলার আসামী পটুয়াখালী দুমকি থেকে গ্রেফতার। রাবার ড্যামের নিচের অংশে মাটি সরে যাওয়ায় রৌমারীতে ১৪ কোটি টাকা ব্যয় ব্রীজটি হুমকির মুখে চাটখিলে মাছ শিকারে গিয়ে কৃষকের মৃত্যু চাটখিলে বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু কুড়িগ্রামে জামায়াতের উদ্যোগে আন্দোলনে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জে বৈষম্যবিরোধী কিছু ছাত্ররা অনিয়ম ও দুর্নীতির সাথে জাড়িত থাকায় সভা পন্ডু ফরিদপুরের নগরকান্দায় ইসলামী আন্দোলনের গণ সমাবেশ প্রধান শিক্ষকের পদত্যাগ ও শাস্তির দাবিতে বড়হাতুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন শান্তিগঞ্জের টাইলা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দিনমুজুরের বসতভিটা দখল করেছে ভূমিখেকোচক্র চকরিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে সন্ত্রাসী হামলায় প্রবাসী আহত।।
আন্তর্জাতিক:
৪০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায়, আরও ৫০০ রোহিঙ্গা পালিয়ে এলো বাংলাদেশে কেনিয়ার স্কুলে ভয়াবহ আগুন, ১৭ শিক্ষার্থী নিহত বন্যার্তদের জন্য প্রবাসীদের আমানত সফল ভাবে পৌছেদিলো মিলান বাংলা প্রেসক্লাব ইতালি ও ইকরা ইসলামিক একাডেমী চট্টগ্রামের মেয়ে-সারারা ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সর্বউচ্চ বৃত্তি নিয়ে ফ্রান্স ইউনিভার্সিটিতে ভর্তির উদ্দেশ্যে আগমন। ক্ষমতায় গেলে গুম রোধে আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী আইন করবে বিএনপি ভারতের গুজরাটে বন্যায় অন্তত ২৮ জনের প্রাণহানি ইসলামিক ফাউন্ডেশনকে ঢেলে সাজানো হবে: ধর্ম উপদেষ্টা ভারতের সঙ্গে দরকষাকষি করতে প্রয়োজন নির্বাচিত সরকার: সালাহউদ্দিন সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> চিত্র বিচিত্র >> জাতীয় >> ঢাকা
  • তামিমের ডেপুটি এই সিরিজেই
  • তামিমের ডেপুটি এই সিরিজেই

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    স্পোর্টস ডেস্ক >>>  ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডের খেলা চলছিল। হঠাৎ করেই আম্পায়ার সাকিব আল হাসানের কাছে সহ-অধিনায়কের নাম জানতে চান। উদ্দেশ্য অধিনায়ক তামিম ইকবাল মাঠের বাইরে গেলে সহ-অধিনায়ককে খুঁজে নিতে যাতে সমস্যা না হয়। সাকিব তখন দুষ্টুমি করতে থাকেন। পেছন থেকে মুশফিকুর রহিম বলেন মিরাজ সহ-অধিনায়ক। অদূরে ফিল্ডিং দেওয়া মেহেদী হাসান মিরাজকে সাকিব জিজ্ঞেস করেন, ‘মিরাজ তুমি সহ-অধিনায়ক?’ অগ্রজের প্রশ্নে লাজুক হেসে না-সূচক মাথা ঝাঁকান। ক্রিকেট বিশ্ব টিভিতে পুরো বিষয়টা দেখতে পান। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়। বিসিবির জন্য যেটা সত্যিই বিব্রত হওয়ার মতো একটি ঘটনা। কারণ ২০২০ সালে তামিমকে মাশরাফি বিন মুর্তজার উত্তরসূরি করা হলেও সহ-অধিনায়ক করা হয়নি কোনো সিরিজেই। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে সহ-অধিনায়ক প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি জানান, দল ঘোষণার সময় জানানো হবে। ২০১৪ সালে মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করা হলে সাকিব আল হাসানকে সহ-অধিনায়ক হিসেবে চেয়েছিলেন। মাশরাফির চাওয়া পূরণ করেছিল বিসিবি। অথচ তামিম গত তিন বছরে কাউকে সহ-অধিনায়ক হিসেবে চাননি বলে জানা গেছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে সহ-অধিনায়ক নিয়োগ দেওয়া হতে পারে। তামিমের সহকারী হতে পারেন লিটন কুমার দাস। তিন সংস্করণে নিয়মিত খেলায় লিটনকেই জাতীয় দল-সংশ্লিষ্টদের বেশি পছন্দ। এ ছাড়া তামিমের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়েছেন লিটন। ২-১ ব্যবধানে সিরিজটি জিতে ছিল বাংলাদেশ। জাতীয় দল নির্বাচকদের সঙ্গে ওয়ানডে সহ-অধিনায়ক প্রসঙ্গে জানতে চাওয়া হলে তাঁরা বলেন, ‘আমাদের মতে লিটনকে সহ-অধিনায়ক করলে ভালো হবে। ওকে করা হলে একটা ধারাবাহিকতা থাকবে। কারণ লিটন টেস্টের সহ-অধিনায়ক। এই সিরিজে টেস্ট অধিনায়কও।’টেস্ট ও টি২০ দলের সহ-অধিনায়ক হিসেবে লিটনকেই বেশি পছন্দ অধিনায়ক সাকিবের। তাঁর চাওয়া মতো টেস্টে লিটনকে সহ-অধিনায়ক করা হলেও টি২০ এশিয়া কাপ ও বিশ্বকাপে সহ-অধিনায়ক করা হয়েছিল উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে। বিশ্বকাপের পর থেকে সোহান টি২০ দলে নিয়মিত নন। তাওহীদ হৃদয়, রনি তালুকদারের উত্থান, উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান অনিকের অন্তর্ভুক্তিতে টি২০ দলে সোহানের জায়গা নেই বললে চলে। তাই আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি২০ সিরিজেও নতুন সহ-অধিনায়কের নাম ঘোষণা করতে হবে বিসিবিকে। সাকিবের মতামত জানতে চাওয়া হলে তিনি যে লিটনের নাম বলবেন, তাতে কোনো সন্দেহ নেই। কারণ মিরাজ বা নাজমুল হোসেন শান্তর ওপর এখনই বাড়তি দায়িত্ব চাপিয়ে চাপে ফেলতে চান না অধিনায়ক। মাহমুদউল্লাহ চোটের কারণে খেলতে না পারায় নিউজিল্যান্ডে টি২০ দলের নেতৃত্বও দিয়েছেন। তবে বিসিবির পরিচালনা পর্ষদের আজকের সভায় সহ-অধিনায়ক নিয়ে আলোচনা হবে কিনা জানা নেই।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page