সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ, যুব লীগের উদ্যোগে পৃথক আলোচনা সভা, দোয়া মাহফিল ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৭মে বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল খোকনের সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ারদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথির বক্তব্যদেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. রবীন্দ্র নাথ মন্ডল ও সদস্য শোভা রানী হালদার। আরো বক্তব্যদেন উপজেলা আ’লীগ নেতা শেখ নাজিবুর রহমান, এম,এম সুলতান আহম্মেদ,আবু সাঈদ সরদার, খান আবু বক্কার,প্রভাষক জি,এম ফারুক হোসেন,মোল্যা সোহেল রানা,মোল্যা জাহিদুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, জেলা পরিষদ সদস্য হাসনা হেনা,তহমিনা বেগম,উপজেলা কৃষক লীগের সভাপতি অরিন্দম মল্লিক,যুবলীগ নেতা শেখ ইকবাল হোসেন,সমীর দে গোরা,গৌর চন্দ্র ঢালী,অমিত মন্ডল, মেহেদী হাসান রাজা,ছাত্রলীগ নেতা খান আবুল বাসার ও শেখ মাসুদ রানা প্রমূখ।এর আগে বিকেলে উপজেলা যুবলীগের উদ্যোগে আহ্বায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে আলোচনা সভা এবং র্যালী অনুষ্ঠিত হয়।
মন্তব্য