মোঃ আতিয়ার রহমান উপজেলা প্রতিনিধি >>
ডুমুরখালী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠন উপলক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২৭-৫-২৩ ইং তারিখ রোজ শনিবার সকাল ০৮টায় ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। অভিভাবক সদস্য(পুরুষ) হিসেবে মোট ০৮জন অভিভাবক নির্বাচনে অংশ গ্রহণ করেন। সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে মোট ০২জন অভিভাবক অংশ গ্রহণ করেন। নির্বাচনে মোঃ বাবলুর রহমান ও মোঃ আবু তালেব দুটো প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব বিকাশ চন্দ্র সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরামপুর। নির্বাচন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ” নির্বাচনে কোন সমস্যা নাই। পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আছে “। মোট ভোটার সংখ্যা ছিল ১০৪। দুপুর ১২টার দিকে সংগৃহীত ভোটারের সংখ্যা ছিল ৭৪ জন।যথারীতি বিকাল ০৪টায় ভোটের কার্যক্রম শেষ হয়।ভোট গননা শেষেদেখা যায় মোঃ বাবলুর রহমান এর পুরো প্যানেল জয়লাভ করেন। জনাব মোঃ আলামীন পান-৫৬,জনাব জিয়াউর রহমান পান-৫১,জনাব মোঃ মিজানুর রহমান ও হাবিবুর রহমান ভোট পান-৫০ । সংরক্ষিত মহিলা সদস্য জনাবা তাসলিমা খাতুন ভোট পান-৫৬। ফলাফলে দেখা যায় জনাব মোঃ বাবলুর রহমান এর প্যানেল জয়লাভ করেন।বাবলুর রহমানের বড় ভাই ইউপি সদস্য জনাব মোঃ আঃ হাকিম বলেন ” সবাইকে সাথে নিয়ে বিদ্যালয়ের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হবে। “
মন্তব্য