মোঃ ওবায়দুর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলা প্রতিনিধি<<<>>>
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নছিমন- মোটরসাইকেল ও থ্রিহুইলার (পাগলুর) ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হয়ে আরও ২জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দূর্ঘটনায় নিহত হয়েছে মোট ৩ জন।এ ছাড়া গুরুতর আহত হয়ে ৩ জন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।রোববার (১১ জুন) সকাল ১০টায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের বালিয়া পুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আব্দুস সোবহান ও নিহত সাবেক ইউপি সদস্যে মোস্তাফিজুর রহমানের চাচাতো ভাই আব্দুস সাত্তার বাবু এসব তথ্য নিশ্চিত করেন।নিহতরা হলো- ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার মুজাহিদাবাদ এলাকার খতু মোহাম্মদের ছেলে আলিম উদ্দীন (৫৫ তিনি দূর্ঘটনাস্হলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তাঁর ভাতিজা সহিদুল ইসলাম (৫০) মারা যায়। অপর দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান (৪৮) বেলা ৩টা ৫০ মিনিটে মারা গেছেন।এঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, ভানোর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের হবিবর রহমান (৩৬) ও আমজানখোর ইউনিয়নের হরিণমারী গ্রামের আবেদুল (৪০), ও ফুলতলা গ্রামের লিমন (২০)।প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও থেকে গরু নিয়ে আসা একটি নছিমন ও থ্রি-হুইলার বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারের উদ্দেশে আসছিলো। এসময় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাইপাস একটি রাস্তা থেকে মোটরসাইকেল নিয়ে আচমকাই মহাসড়কে উঠে পড়েন। জানা গেছে, প্রথমে থ্রি-হুইলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে পিছনে থাকা নছিমনটি গিয়ে থ্রি-হুইলারে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলার ও মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেলে দুর্ঘটনাস্থলেই আলিম উদ্দীনের মৃত্যু হয়।দূর্ঘটনার খবর পেয়ে, বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১জনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল, ২জনকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং একজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়।এদিকে ঘটনার পরপরই স্থানীয়রা রাস্তার যান চলাচল বন্ধ করে দেয়। প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক হলেও দুই ঘণ্টা থ্রি-হুইলার (পাগলু) ও নছিমন চলাচল বন্ধ ছিল।এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আব্দুস সোবহান বলেন, দুর্ঘটনাস্থল থেকে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল, নছিমন ও থ্রি-হুইলার জব্দ করে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য