মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ>>>
ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ফেলানপুরে পাটখেত থেকে শাহরিয়ার পারভেজ চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২০ জুন) ফেলানপুরের একটি পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ । নিহত শাহরিয়ার পারভেজ চৌধুরী আখানগর ইউনিয়নের মহেশপুর চৌধুরী পাড়া গ্রামের মৃত-তোজাম্মেল হক চৌধুরীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জমিতে হালচাষ করতে যান স্থানীয় কৃষকরা। এ সময় একটি পাট ক্ষেতের আলের পাশে শাহরিয়ার পারভেজের মরদেহ পড়ে থাকতে দেখেন কৃষকরা। পরে বিষয়টি থানায় অবগত করলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মুত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
মন্তব্য