মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলাপ্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় স্মার্ট ফোনের জন্য বিষপান করে আশা মনি (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু। সোমবার (১৫ মে) রাত সাড়ে ১০টায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ২ নং আখানগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশা মনি (১৭) সদর উপজেলার রহিমান পুর আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ও আখানগর ইউনিয়নের ডাঙ্গাপাড়ার বাসিন্দা মুনসুর আলীর মেয়ে। রুহিয়া থানার এসআই হানিফ বিষপানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার রুহিয়া থানার ২ নং আখানগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মনছুর আলী মেয়ে আশা মনি রহিমান পুর আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে একটি স্মার্ট ফোন নিয়ে আশা মনি ও তার ছোট ভাই রাকিবের মধ্যে কথা কাটাকাটি সৃষ্টি হয়, এক পর্যায়ে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পেড়ে আশা মনি বিষপান করেন। পরে আশা মনিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ সয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে আশা মনির অবস্থার অবনতি হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখান থেকে রংপুর নেয়ার পথে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর এলাকায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। রুহিয়া থানার এসআই হানিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, মরদেহের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
মন্তব্য