মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলাধীন ২ নং নেকমরদ ইউনিয়নের, গন্ডগ্রাম এলাকা থেকে ২ ছেলে সন্তানসহ কাকলী আক্তার (২৩) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে।নিখোঁজ কাকলী আক্তার নেকমরদ গন্ডগ্রাম এলাকার আলম হোসেনের স্ত্রী ও উপজেলার চেকপোস্ট কলোনীর কালুর মেয়ে। এবিষয়ে কাকলীর স্বামী আলম হোসেন রাণীশংকৈল থানায় একটি নিখোঁজ জিডি করেন, জিডি নং ১০৯৫/।নিখোঁজ কাকলীর স্বামী আলম বাংলাদেশ সংবাদ প্রতিদিনকে জানান, গত ১৮ মে বৃহস্পতিবার আনুমানিক বেলা ১২:৩০ ঘটিকার সময় গন্ডগ্রাম এলাকা থেকে আমার দুই পুত্র সন্তানসহ আমার স্ত্রী কাকলী আক্তার নিখোঁজ হয়। তিনি বলে নিখোঁজের সময় কৌশিক (৬) ও আমানুল্লাহ (৪) নামে আমার দুই ছেলে সন্তান আমার স্ত্রী কাকলীর সঙ্গেই ছিল। তিনি আরও জানান, আমি ঘটনার দিন সকালে কৃষি কাজের জন্য মাঠে যাই, কাজ শেষ করে বিকেলে বাসায় এসে আমার স্ত্রী ও সন্তানদের বাসায় দেখতে না পেয়ে আশপাশের প্রতিবেশীদের বাসায় খোঁজ করি এবং তাদের জিজ্ঞেস করি তারা কেউ কোন কিছু বলতে না পারায়। আমি আমার শ্বশুড়কে মুঠোফোনে জানাই, খবর পেয়ে আমার শশুড়সহ সম্ভাব্য সকল আত্বীয় স্বজনদের বাসায় খুঁজাখুঁজি করি কিন্তু আমার স্ত্রী- সন্তানদের কোন প্রকার সন্ধান পাইনি।এরপর গত ২২ মে রাণীশংকৈল থানায় একটি নিখোঁজ জিডি করি।কাকলীর পিতা- কালু মোহাম্মদ মুঠোফোনে জানান, আমার মেয়ে কাকলী আক্তার তার দুই ছেলে সন্তানসহ নিখোঁজ হয়েছে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আমার মেয়ে জামাই আলমসহ রাণীশংকৈল থানায় জিডি করি।রাণীশংকৈল থানার এসআই মোঃ বদিউজ্জামান মুঠোফোনে জানান, এবিষয়ে থানায় একটি জিডি হয়েছে, দুই ছেলে সন্তানসহ নিখোঁজ কাকলী আক্তারের সন্ধান চলছে, এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।
মন্তব্য