মোঃ আতিয়ার রহমান উপজেলা প্রতিনিধি মনিরামপুর যশোর<<<>>>
মনিরামপু উপজেলার বাঁধাঘাটা হাসপাতালের নিকটে যশোর সাতক্ষীরা মহা সড়কে১১-৬-২৩ ইং তারিখ রোজ রবিবার সকাল নয়টায় মোটর সাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে তরিকুল ইসলাম (২৬ ) নামের এক যুবক নিহত ও খায়রুল বাসার (১৪) নামের অপর এক জন আহত হয়েছে। নিহত তরিকুল কেশবপুর উপজেলার পাজিয়া গ্রামের হোসেন আলীর ছেলে। আহত খায়রুল বাসার মনিরামপুর উপজেলার কোমলপুর গ্রামের আ: মান্নানের ছেলে। তারা দুইজনই পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। ঘটনার দিন সকাল নয়টার দিকে তারা এক মোটর সাইকেলে ইলেকট্রিকের কাজে যশোর যাচ্চিল।প্রত্যক্ষদর্শী জনাব আমজাদ হোসেন বলেন, মোটরসাইকেল বেপরোয়া গতিতে চলছিল। তিনি বলেন, ট্রাকের গতি বেশ ছিল। ট্রাকটি যশোর থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল।দূর্ঘটনার পর ট্রাক চালক দ্রুততার সাথে পালিয়ে যায়।মনিরামপুর হাসপাতালের টি, এইচ, এ তন্ময় কুন্ডু জানান, তরিকুল হাসপাতালে পৌছার আগেই মৃত্যু হয়েছে এবং খায়রুল বাসারের অবস্হা খারাপ হওয়ায় যশোর সদর হাসপাতালে রেপার্ট করাহয়।রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। লাশ মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য