১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণ নাটক সাজিয়ে টেকনাফে সাংবাদিকসহ ছয় জনের বিরুদ্ধে মিথ্যা মামলা পেকুয়ায় ধ্বসে যাওয়া সড়ক ট্রাকের ভারে বিচ্ছিন্ন, জোয়ারের পানিতে তলিয়ে যাবে লোকালয় ❝কালের বিবর্তনে বিলীন হয়ে যাচ্ছে গ্রামের খড়ের বাংলা ঘর❞ পেকুয়ায় সাপের কামড়ে অটো-রিকশা চালকের মৃত্যু সখিপুর  বহুরিয়া ইউনিয়ন বিএনপির ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পরকীয়ায় বাঁধা দেয়ায় শ্বশুরকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ মোংলায় ২০৫ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক রাজশাহীর দূর্গাপুরে মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  মাত্র ১৫ মাসের শিশু কুনজরে ; পুঠিয়ায় অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার সাংবাদিক তুষার দাশের বাসায় সন্ত্রাসী হামলা: চট্টগ্রাম সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা ও দ্রুত গ্রেপ্তারের দাবি
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> সিলেট
  • জৈন্তাপুরে সারী নদী ও ৪নং বাংলা বাজার বালু মহাল খুলে দেয়ার দাবী জানিয়ে বারকি শ্রমিক সহ শ্রমজীবি মানুষের মানববন্ধন কর্মসূচি পালন
  • জৈন্তাপুরে সারী নদী ও ৪নং বাংলা বাজার বালু মহাল খুলে দেয়ার দাবী জানিয়ে বারকি শ্রমিক সহ শ্রমজীবি মানুষের মানববন্ধন কর্মসূচি পালন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা>>> জৈন্তাপুর উপজেলার সারী নদী ও ৪নং বাংলা বাজার রাংপানি নদী বালু মহাল খুলে দেয়ার দাবী জানিয়ে স্থানীয় বারকি শ্রমিক সহ শ্রমজীবি মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।মানববন্ধনে বক্তারা বলেন,সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হাজার হাজার শ্রমজীবি মানুষের কর্মসংস্থানের একমাত্র কর্মস্থল সারীঘাট লালাখাল সারী নদী ও রাংপানি ৪নং বাংলা বাজার বালু মহাল অন্তত এক সপ্তাহ থেকে স্থানীয় উপজেলা প্রশাসন এদু’টি বালু মহাল পরিবেশের কথা বলে বন্ধ করে দিয়েছেন।ফলে অত্র এলাকার কয়েক হাজার নৌকা (বারকি) শ্রমিক পরিবহন,বেলচা শ্রমিক বেকার হয়ে মানবতের জীবন যাপন করছেন।সরকারের নিকট বালু মহাল দু’টি অবিলম্বে খুল দেয়ার জোর দাবী জানানো হয়েছে।সভায় বক্তারা আরও বলেন,এই অঞ্চলের বারকি শ্রমিকরা যুগ যুগ থেকে সাধারণ শ্রমজীবি মানুষ বালু মহাল দু’টি থেকে বালু-পাথর উত্তোলন করে তাদের জীবন জীবিকা নিবার্হ করে আসছেন।প্রশাসন পরিবেশের কথা বলে সারীঘাট লালাখাল সারী নদী ও রাংপানি ৪নং বাংলা বাজার,জাফলং,শ্রীপুর,ভোলাগঞ্জ,বিছনাকান্দি বালু পাথর কোয়ারী বন্ধ রেখেছে।সনাতন পদ্ধতি’তে সিলেটের সবক’টি বালু মহাল ও পাথর কোয়ারী খুলে দেয়ার জোর দাবী করেন।২৫ অক্টোবর শুক্রবার-২০২৪ খ্রি: বিকেলে সিলেট তামাবিল মহাসড়কের সারীঘাট দক্ষিণপার এবং ৪নং বাংলা বাজার এলাকায় পৃথক ভাবে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।সারীঘাট মানববন্ধন কর্মসুচি’তে সভাপতিত্ব করেন সারীঘাট বারকি শ্রমিক সমিতির সভাপতি আমীর আলী। বক্তব্য দেন নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহিদ শুক্রর মেম্বার,মাহমুদ আলী মেম্বার,ব্যবসায়ী আব্দুস সোবাহান, হাফিজ মখলিছুর রহমান,সালেহ আহমদ,রহিম উদ্দিন,কুটি মিয়া,শামীম আহমদ,নজির আহমদ,মিডিয়া কর্মী সোহেল আহমদ, রহমান আলী।৪নং বাংলা বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব।বক্তব্য রাখেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, আহমদ আলী মেম্বার,সমাজসেবী আব্দুল আহাদ,শ্রমিক নেতা সুনিল দেবনাথ,ফারুক আহমদ,ওদুদ মিয়া,কামাল হোসেন ও খোরর্শেদ আলম,জহির উদ্দিন,বাসির আহমদ,রমিজ উদ্দিন, আব্দুল বারিক ও কবির আহমদ ।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page