সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ১০০ বস্তা ভারতীয় চিনি বোঝাই কাভার্ড ভ্যান সহ দুইজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। ১৮ ই জুন রবিবার সকাল সাড়ে ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক( এসআই) হাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেট তামাবিল মহাসড়কের উপজেলার ১ নং নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত পূর্ব লক্ষিপ্রসাদ সাকিনস্হ ফয়েজ আহমেদের রেষ্টুরেন্টের সামনে থেকে ১০০ বস্তা ভারতীয় চিনি ভর্তি গাড়ী ও গাড়ীতে থাকা ফারুখ হোসেন (৩২) ও মো রুবেল মিয়া(২৫) নামে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত ফারুখ হোসেন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামের মৃত ফয়জুল হাওলাদারের ও রুবেল ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বীরঘোষপাড়া গ্রামের সাহাবউদ্দিনের ছেলে।
এদিকে ১০০ বস্তা চিনি বোঝাই কাভার্ড ভ্যান সহ দুইজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক। তিনি জানান জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদকসহ চোরাচালান রোধে এবং আসামি গ্রেফতার সহ সর্বাধিক গুরুত্বারোপ করে আজকের অভিযান পরিচালিত হয়েছে এবং আসন্ন ঈদূল আযহা কে সামনে রেখে জৈন্তাপুর মডেল থানার পুলিশ টহল আরো জোরদার করা হয়েছে। আটককৃত চিনিসহ ধৃত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মন্তব্য