২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> শীর্ষ সংবাদ >> সিলেব্রিটি >> সোস্যাল মিডিয়া
  • জৈন্তাপুরে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।
  • জৈন্তাপুরে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট>>>

    রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দূর্ণীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জৈন্তাপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এই প্রতিযোগিতা ৪ঠা জুন রবিবার জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে বেলা ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ রুহিনি রন্জন দের সভাপতিত্বে এবং জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা দূর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো জাভেদ হাবিব, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি রিপা মনি দেবী। বক্তব্যে অতিথিগণ বর্তমান সমাজ ও রাষ্ট্র বিনির্মানে অগ্রগতির সবচেয়ে বড় বাঁধা হচ্ছে দূর্নীতি। বর্তমান প্রজন্মকে দূর্নীতির করালগ্রাস থেকে দূরে রাখতে এবং চারপাশে ছড়িয়ে থাকা দূর্ণীতির শিকড় নির্মূলে শিক্ষা জীবন থেকেই সততা ও আদর্শবান বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। এসময় জনসচেতনতা ও দূর্নীতি প্রতিরোধ বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতনতা ও উদ্বুদ্ধকরণকে সামনে রেখে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতি প্রতিযোগী তিন মিনিট করে এবং দলনেতা ১ মিনিট অতিরিক্ত যুক্তিখণ্ডনের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ৭১এর মহান মুক্তিযুদ্ধ বিষয়ক বই ও পরিবেশের জন্য মূল্যবান গাছের চারা উপহার হিসেবে বিতরণ করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সায়েদ আলম,দুদক সিলেট এর উপ সহকারী পরিচালক মো আল আমিন, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা জাফরিন রোজী, জৈন্তাপুর উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ, বীরমুক্তিযোদ্ধা মন্তাজ আলী, জৈন্তাপুর মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জহর কুমার সিংহ, সহকারী শিক্ষক তোহা মিয়া,সুমন কুমার ঘোষ, উপজেলা কমিটির সদস্য সোহেল আহমেদ সহ স্কুলের শিক্ষার্থীরা।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page