মো সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট।
জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর সীমান্তে চোরাচালান ব্যবসা-কে কেন্দ্র করে দু’টি পক্ষের মধ্যে সংর্ঘষে অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছ। গুরুতর আহত ৪জন-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সীমান্তের ডিবির হাওর, ঘিলারতৈল এলাকায় ভোর রাতে প্রশাসন এক টাস্কফোর্স’র অভিযান পরিচালনা করে ২৫০ বস্তা ভারতীয় চিনি জব্ধ করে। সীমান্তে টাস্কফোর্স’র অভিযান ও চোরাচালান ব্যবসায়ীদের সংর্ঘষের কথা জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক নিশ্চিত করেছেন। এছাড়া জৈন্তাপুর রাজবাড়ি সীমান্ত ফাড়ি বিজিবি ক্যাম্প কমান্ডার ঘটনা’টি স্বীকার করেছেন। তবে তিনি জানান টাস্কফোর্স অভিযানের পর দু’টি পক্ষের মধ্যে সংর্ঘষ হয়েছে।গত ৩ জুন শনিবার ভোর রাত ৫ টার দিকে ঘিলারতৈল এলাকায় স্থানীয় দু’টি পক্ষের মধ্যে ভারতীয় চোরাচালান পন্য চিনি পরিবহন করা কে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের শ্রমিকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে চােরাচালান ব্যবসার সাথে জড়িত মালিক পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই ঘটনায় আহতরা হলেন ঘিলারতৈল গ্রামের ইমন, লিটন, আজাদ ও রমজান আলী ।জানাগেছে, প্রতিদিনের মত জৈন্তাপুর সীমান্তের ডিবির হাওর,ঘিলারতৈল এলাকা দিয়ে রাতের বেলায় অবৈধ ভাবে ভারতীয় পন্য চিনি বাংলাদেশ প্রবেশ করে। শনিবার রাতে উপজেলা প্রশাসন সীমান্তে টাস্কফোর্স’র অভিযান পরিচালনা করবে চোরাচালান ব্যবসায়ীদের কাছে এরকম আগাম তথ্য ছিল। রাতে ভারত থেকে অবৈধ পথে আসা পন্য চিনির কয়েকজন মালিক পক্ষ থাকায় মালামাল চিহৃিত না করে শ্রমিকরা পরিবহন করতে যান।এতে চিনি পরিবহন করা নিয়ে ভোর রাতে প্রথমে দুই পক্ষ শ্রমিকদের মধ্যে সংঘর্ষে দেখা দেয়।শনিবার বিকেলে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন কালে স্থানীয় বাসিন্দাগণ জানিয়েছেন চোরাচালান ব্যবসায়ীদের মধ্যে এক পক্ষ সুমন এবং অপর পক্ষ ফারুক হোসেন’র শ্রমিকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই তথ্য স্থানীয় ইউপি সদস্য মনছুর আহমদ সহ আরও অনেেকই নিশ্চিত করেছেন। এদিকে উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলামের নেতৃত্বে টাস্কফোর্স টিম (পুলিশ,বিজিবি)’র সমন্বয়ে রাত ১টা থেকে ভোর রাত ৪টা পর্যন্ত সীমান্তের ডিবির হাওর,ঘিলারতৈল এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় বিভিন্ন বসতবাড়ি ও দোকান থেকে আনুমানিক ২৫০ বস্তা ভারতীয় চিনি জব্ধ করেন। যার বাজার মুল্য আনুমানিক ৫ লাখ টাকা হবে। অভিযান কালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী সহ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জৈন্তাপুর ক্যাম্পের সদস্য ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ ফোর্স সদস্যরা সাথে ছিলেন ।এই ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মনছুর আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভারত থেকে আসা কিছু চিনি পরিবহন করা নিয়ে দুই পক্ষ শ্রমিকদের মধ্যে সংর্ঘষ হয়েছে। এতে উভয় পক্ষের ৪/৫ জন শ্রমিক আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে আমি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসি। উভয় পক্ষের সাথে আলোচনা করে সামাজিক ভাবে ঘটনা’টি নিষ্পত্তি করার উদ্যােগ নেওয়া হয়েছে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম বলেন,সীমান্ত এলাকা দিয়ে রাতের বেলা অবৈধ ভাবে কিছু ভারতীয় পন্য আসছে এরকম গোপন তথ্য পেয়ে আমরা টাস্কফোর্স’র অভিযান (বিজিবি,পুলিশ)’র সমন্বয়ে পরিচালনা করি। এসময় ভারতীয় ২৫০ বস্তা চিনি জব্ধ করা হয়েছে । তিনি জানান, জৈন্তাপুর সীমান্তে অবৈধ চোরাচালান ব্যবসা বন্ধ করতে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হবে।সম্প্রতি সময়ে জৈন্তাপুর সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারত থেকে চিনি সহ নানা চোরাচালান পণ্যসীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)’র টহল টিম-কে ফাকি দিয়ে অবৈধ ভাবে উদ্বোগজনক হারে ব্যাপক ভাবে বাংলাদেশ প্রবেশ বৃদ্ধি পেয়েছে।সীমান্তে চোরাচালান বন্ধ ও প্রতিরোধ বিষয়ে গত মাসের উপজেলা আইনশঙ্খলা কমিটির সভায় জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ প্রশাসন সহ সীমান্তরক্ষী বাহিনীর কাছে বিষয়’টি উত্তাপন করেছিলেন।
মন্তব্য