মো সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট>>>
জৈন্তাপুর উপজেলার ১ নং নিজপাট ইউনিয়নে পূর্ব গৌরিশঙ্কর কমলাবাড়ী এলাকায় কমলাবাড়ী থেকে গুয়াবাড়ী সংযোগ সড়কের ২২০ ফুট কাঁচা রাস্তার আরসিসি ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে।২রা জুন-২০২৩ইং ( শুক্রবার) সকালে স্থানীয় গ্রামবাসির উদ্যােগ ও আর্থিক সহায়তায় আরসিসি ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে।রাস্তার ঢালাই কাজ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে আপালকালে জানান,গত সপ্তাহে এই গ্রামের বিশিষ্ট ব্যাক্তিদের অনুরোধে রাস্তার জমিসংক্রান্ত সমস্যা নিয়ে ভূমি অফিসের কর্মচারী ও গ্রামবাসীর উপস্থিতিতে মাপজোক করে সীমানা সমস্যার সমাধান করে দেয়া হয়েছিলো।তারপর কমলাবাড়ী গ্রামের ১০০ পরিবার যাদের ২২ জন মুক্তিযোদ্ধা পরিবার দীর্ঘদিন ধরে বছরের বড় একটা সময়ে কর্দমাক্ত রাস্তা দিয়ে সীমাহীন দূর্ভোগের স্বীকার হয়ে আসছে। গত দুইদিন আগে গ্রামবাসী নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে ২২০ ফুট রাস্তার পাকাকরণের কথা এসিল্যান্ডকে জানানো হলে আজ সকাল নিজে উপস্থিত হয়ে তিনি ঢালাই কাজের উদ্বোধন করেন। তিনি সকলের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে নিজ গ্রামের রাস্তা পাকাকরণের এই উদ্যোগকে সাধুবাদ জানান।এই সময় গ্রামের প্রবীণ মুরব্বি বীর মুক্তিযোদ্ধা আক্কেল আলী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, , মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা নাছির উদ্দিন, ব্যবসায়ী ও রাস্তা সংস্কার কাজের প্রধান পৃষ্টপোষক মরহুম ডা: শাহজাহান সাহেব’র পুত্র রানা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।বর্ষার মৌসুমে কমলাবাড়ি রাস্তার এই অংশে জনসাধারণ-কে যাতায়াতে চরম দূভোর্গের শিকার হতে হতো। যার ফলে স্থানীয় এলাকার যুব সমাজ সহ সর্বস্থরের জনগনের সহায়তায় রাস্তার আরসিসি ঢালাই কাজে এগিয়ে আসেন।
মন্তব্য