২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • জাতীয় >> শীর্ষ সংবাদ >> সিলেব্রিটি
  • জৈন্তাপুরে কৃষক পর্যায়ে মাঠ দিবস অনুষ্ঠিত।
  • জৈন্তাপুরে কৃষক পর্যায়ে মাঠ দিবস অনুষ্ঠিত।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সাইফুল ইসলাম বাবু, বিশেষ প্রতিনিধি, সিলেট।

    ২০২২-২৩ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের উপস্থিতিতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৮ ই মে ( বৃহস্পতিবার) উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত সকল ওয়ার্ডের কৃষকদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিকেল ৩ ঘটিকার সময় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তারের সভাপতিত্বে এবং উপ সহকারী কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদের সঞ্চালননায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ। জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ বি এম খায়রুল আলমের স্বাগতিক বক্তব্য মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় বক্তারা বলেন দেশকে সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যেতে বর্তমান সরকার কৃষি উৎপাদন ও যান্ত্রিকীকরণের উপর সর্বাধিক গুরুত্বারোপ করছে। এই দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি উৎপাদনে অত্যাধিক রাসায়নিক উপাদানের ব্যবহার কমিয়ে সুষমভাবে জৈব বালাইনাশক ব্যাবহারে প্রান্তিক কৃষক পর্যায়ে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ফলে ক্যান্সারের মত দূরারোগ্য রোগীদের সংখ্যা বেড়ে চলেছে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দুঃশ্চিতার কারণ। এসব থেকে বেরিয়ে আসতে জৈব বালাইনাশক ব্যবহারের প্রতি সর্বাধিক গুরুত্বারোপ করতে হবে। এছাড়াও কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়ানো ও যান্ত্রিকিকরণে সরকার ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করছে যা সারা বিশ্বে একমাত্র বাংলাদেশেই চলমান।এসময় কৃষকদের তাদের জমির উৎপাদিত ফসলের ক্ষেত্রে সকল ধরনের সরকারি সুযোগ সুবিধা গ্রহনের জন্য এবং সুপরামর্শ গ্রহন এবং নিয়মিত আপডেট জানার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে নিয়মিত যোগাযোগ রাখার আহবান জানানো হয়।সভায় মাঠ দিবসের আলোচনায় দরবস্ত ইউনিয়নে সফল কৃষক আব্দুন নূর কালাচান আধুনিক প্রযুক্তির মাধ্যমে পার্পেল কিং বেগুন জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে অভাবনীয় সাফল্যের কথা তুলে ধরেন।কৃষক কালাচান বলেন চলতি মৌসুমে জৈন্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিক নির্দেশনায় এবং মাঠ পর্যায়ে তাদের কর্মকর্তাদের তদারকিতে ৩৩ শতাংশ জমিতে পার্পেল কিং বেগুনের চাষ করে চার মাসে দুই লক্ষাধিক টাকার বেগুন সকল খরচ বাদে আয় করছে সক্ষম হয়েছেন।কৃষক কালাচানের এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে ইউনিয়নের অন্যান্য কৃষকগণ জৈব বালাইনাশক পদ্ধতিতে ফসল চাষে আগ্রহী হয়ে উঠছেন।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মো আব্দুল হক, ১ নং ওয়ার্ডের ইউ পি সদস্য মুসলিম আলি, ২ নং ওয়ার্ডের ইউ পি সদস্য সামসুল ইসলাম, কৃষক মো মাসুক উদ্দিন, এরশাদুল হক সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কৃষক ও কৃষানিবৃন্দ।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page