২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • চাকরি >> লাইফস্টাইল >> শীর্ষ সংবাদ >> সিলেব্রিটি >> সোস্যাল মিডিয়া
  • জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সভা অনুষ্ঠিত ।
  • জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সভা অনুষ্ঠিত ।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মো সাইফুল ইসলাম বাবু, বিশেষ প্রতিনিধি, সিলেট।

    জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে পৃথক ভাবে এসব সভা অনুষ্ঠিত হয়। মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এবং আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম।
    সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক মোড়ল, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, জৈন্তাপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মমি দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী একেএম রিয়াজ মাহমুদ, আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, উপজেলা সমাজসেবা অফিসার একে আজাদ ভুইয়া জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল, সারী বনবিট অফিসার আব্দুল খালিক, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম,আনসার ভিডিপি কর্মকর্তা মো: মাঈন উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন।
    এছাড়া সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে ভালো ও স্বাভাবিক থাকায় প্রশাসন-কে ধন্যবাদ জানানো হয়। সিলেট তামাবিল রাস্তায় সড়ক দুঘর্টনা রোধ,যানজট নিরসনে অবৈধ টমটম গাড়ি নিয়ন্ত্রণ করা, সিলেট তামাবিল সড়কে লাইসেন্স বিহীন অবৈধ গাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করা। উপজেলা সদরের বাসষ্টেশন থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তা প্রস্থতকরণ ও সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার আহবান জানানো হয়। সীমান্তে চোরাচালন প্রতিরোধ,মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি সহ উপজেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম জোরদার করার উপর গুরত্ব দেয়া হয়েছে।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page