সাগর আহম্মেদ জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলার সদর থানাধীন এলাকা হতে একজন ভূয়া পুলিশ-কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।অদ্য ১৩/০৫/২০২৩ ইং তারিখ ১৩:১০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এর উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল জামালপুর জেলার সদর থানাধীন বিনন্দের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভূয়া পুলিশকে আটক করে। গ্রেফতারকৃত আসামী মোঃ সাজিদুর রহমান সানি (৩৫), পিতা-মোঃ আঃ সালাম, সাং-বিয়ার পলাশতলা, থানা-সদর, জেলা-জামালপুর এর দখল হতে ওয়াকিটকি সেট- ০১টি, রেজিঃ বিহীন মোটর সাইকেল – ০১ টি (নেম প্লেটে পুলিশ লেখা), র্যাব মনোগ্রামযুক্ত চাবির রিং- ০১ টি, জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ এর আইডি কার্ড-০১ টি, কালো রংয়ের চশমা- ০১ টি, মোবাইল – ০১ টি (সীমসহ), নগদ – ১২০০/- টাকা উদ্ধার করে।
মন্তব্য