এনামুল হক রাশেদী,চট্টগ্রাম>>> বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর নজরুল ইসলাম বলেছেন,জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক ও সুশৃঙ্খল দল।এই সংগঠনে কেউ দায়িত্ব চেয়ে নেয় না।সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব প্রদান করলে সেই দায়িত্ব পালন করতে তাকে আমানতদারী হতে হয়।ইসলামী আন্দোলনের কর্মীদের সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি শেষ রাতে ইবাদাতের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।৬ ডিসেম্বর শুক্রবার জামালখান ওয়ার্ডের উদ্যােগে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, পতিত স্বৈরাচার আওয়ামীলীগ নানা ষড়যন্ত্র করছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।ছাত্র জনতা ধৈর্য্য সহকারে সকল ষড়যন্ত্র মোকাবেলা করছে।পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ভেঙে দিতে অন্তবর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান তিনি।জামালখান ওয়ার্ড আমির মো. একরামুল হক’র সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি মোঃ রোকন উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কোতোয়ালী থানা জামায়াতের আমির আমির হোসাইন,থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ ফেরদাউস,ওয়ার্ড কর্মপরিষদ সদস্য জনাব নুরুন্নবী মিয়া,জনাব কাবেল হোসাইন ও জনাব মো. আক্কাস উদ্দীন, ২১নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডা. পারভেজ ইকবাল শরীফ,কোতোয়ালী থানা ছাত্রশিবির সভাপতি খুররম আহমদ ও অন্যান্য নেতৃবৃন্দ।


 বাংলাদেশ সংবাদ প্রতিদিন
  বাংলাদেশ সংবাদ প্রতিদিন


 
        
                        
                        


 
    				     
    				     
    				     
    				     
    				     
    				     
    				     
    				    


 
                                 
                                 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								
মন্তব্য