সাইফুল ইসলাম বাবু সিলেট থেকে>>> অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ কালে তিনজন বাংলাদেশী নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।বিজিবি সূত্রে জানানো হয়,মঙ্গলবার ( ৮ই অক্টোবর) দুপুর ১২:০০ ঘটিকায় জাফলং সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রুপন (২২) নামে এক মানব পাচারকারীর হাত ধরে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালায় মাগুরা জেলা থেকে আগত তিন বাংলাদেশী নারী।এ সময় বিজিবির টহলটিম সীমান্তপিলার ১২৭২/৫ – এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমানায় রানীরহাট নামক স্হান হতে তিনজন নারীকে আটক করে বিজিবি।আটককৃত তিনজনের পরিচয় মাগুরা জেলার শ্রীপুর থানার কপরিয়া গ্রামের বিনয় দত্তের স্ত্রী মন্জুশ্রী (৩৮),বিনয় দত্তের মেয়ে দীঘি জোয়ার্দার (১৪) ও মাগুরা জেলার শালিখা থানার সাবরি গ্রামের সুকেশ বিশ্বাসের স্ত্রী হীরা বিশ্বাস (১৮)।এ সময় বিজিবির টহলটিমের উপস্থিতি টের পেয়ে মানবপাচারে জড়ীত রুপন পালিয়ে যায়।বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাফিজুর রহমান পিএসসি।তিনি জানান আটককৃত বাংলাদেশী নাগরিকদের আইননানুগ ব্যাবস্হা গ্রহনের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য