মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ) জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার পাঠক সংগঠন অদম্য বাংলাদেশ-এর জয়পুরহাট জেলায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ চত্ত্বরের বকুলতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিদিনের বাংলাদেশের জয়পুরহাট প্রতিবেদক চম্পক কুমার।সভাশেষে মাহামুদ হাসান পলাশকে আহ্বায়ক ও পুতুল নন্দিকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন মিজানুর রহমান ও সুস্মিতা সরকার। কমিটির অন্য সদস্যরা হলেন হামিদুর রহমান, আরিফ হোসেন, রাবেয়া বাসরি, সোহানুর রহমান সোহান, ইফফাত জাহান ইভা, আতাউল হক সাব্বির, রাকিবুল হাসান তাওহীদ প্রমুখ।
মন্তব্য