২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |

জমকালো আয়োজনে মাঝে নরসিংদীতে সাহিত্যে আড্ডা ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ইমদাদুল হক খোকনবিশেষ প্রতিনিধি নরসিংদী>>>

সৃজনশীল সাহিত্য সংগঠন সাহিত্যের সন্ধানে এর নিয়মিত মাসিক আড্ডা মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে ,নরসিংদীতে সরকারি কলেজের সবুজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য আড্ডা।আড্ডায় উপস্থিত ছিলেন সাহিত্যের সন্ধানে নরসিংদী জেলা কমিটির সম্মানিত উপদেষ্টা কবি ও ছড়াকার খাদেম রসুল সরকার, সাহিত্যের সন্ধানে নরসিংদী জেলা কমিটির সম্মানিত উপদেষ্টা শুক্কুর আলী খোরাসানী, ঢাকা বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি, কবি ও ছড়াকার আবুল কাসেম, ঢাকা বিভাগীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক ওমর সানি, নরসিংদী জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, ইমদাদুল হক খোকন। নরসিংদী জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি সৈয়দ মাহবুব তামিম।
আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা কমিটির সম্মানিত সভাপতি মোঃ আনোয়ার হোসেন, রায়পুরা উপজেলার কমিটির সম্মানিত সভাপতি কবিমন কাউছার, পলাশ উপজেলা কমিটির সম্মানিত আহ্বায়ক, নরসিংদী সদর উপজেলা কমিটির সম্মানিত আহ্বায়ক হানিফ শমসেরের, বেলাব উপজেলা কমিটির সম্মানিত উপদেষ্টা কবি ও ছড়াকার মুখলেছুর রহমান, সাহিত্যের সন্ধানে এর প্রতিষ্ঠাতা আসাদ সরকার রাব্বিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তি সমূহ।আড্ডায় স্বরচিত কবিতা পাঠ। সংগঠনের প্রতিষ্ঠা বার্ষীকি পালন এবং সাহিত্যের সন্ধানে এর পক্ষ থেকে নিয়মিত মাসিক ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়া “কাপুরুষ এবং আমি” ‘ ৭১ এর ময়না ” নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বক্তারা বলেন সাহিত্য হচ্ছে জাতির দর্পণ। সাহিত্যের সন্ধানে আমাদের কলম অবধারিত থাকবে। এবং নরসিংদী জেলা সাহিত্যের সন্ধানের কমিটি সারা বাংলাদেশে এর আলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার আশ্বস্ত করেন।

মন্তব্য

<img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

আরও পড়ুন

You cannot copy content of this page