২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |

চৌদ্দগ্রামে গৃহবধুর রহস্যজনক মৃত্যু।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মীর মোজাহারুল হক>>>

কুমিল্লার চৌদগ্রাম উপজেলার মন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানি উত্তরপাড়ার মজুমদার বাড়িতে সানজিদা আক্তার শারমিন( ২৩) নামে এক গৃহবধূর রহস্য জনক মৃত্যু হয়েছে।জানা গেছে উপজেলার রামরয় গ্রামের মীর হোসেন মিলনের মেয়ে সানজিদা আক্তার শারমিন ও ছাতিয়ানি গ্রামের হাজী মোসলেম উদ্দিনের ছেলে আহসান হাবিব প্রেমের সু্ত্র্ ধরে চার বছর আগে পালিয়ে বিয়ে করে। বিয়ের পর থেকেই তাদের মধে্্য পারিবারিক কলহ চলে আসছিল।বিয়ের এক বছর পর আহসান হাবিব বিদেশে চলে যায়। সম্প্র্তি আহসান হাবিব ছুটিতে দেশে আসেন। গত শুক্রবার আহসান হাবিব সানজিদাকে চৌদগ্রামে ডাক্তার দেখাতে নিয়ে যায় সেখান থেকে বারিতে আসার পথে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড়ি এসে সানজিদা আক্তার শারমিন রুমের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ঝুলে আত্বহত্যা করেছে বলে আহসান হাবিবের বড় ভাইয়ের স্ত্রী শিরিন বেগম জানান।ঘটনার পর স্বামী আহসান হাবিব পলাতক রয়েছে।
নিহত শারমিন আক্তারের বাবা মীর হোসেন মিলন জানান বিয়ের পর থেকে বিভিন্ন কারনে অকারনেতারা আমার মেয়ের উপর নির্যাতন করতো। আহসান হাবিব প্রায় সময় আমার মেয়েকে দিয়ে আমার নিকট টাকা দাবি করতো।সে আমার মেয়কে মেরে পেলেছে আমি তার বিচার চাই।
চৌদগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরন্জন চাকমা জানান ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নয়তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হসপাতালে পঠানো হয়েছে।তদন্তপূর্বক আইনানুগ ব্যাবস্হা গ্রহন করা হবে।

মন্তব্য

<img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

আরও পড়ুন

You cannot copy content of this page