কলমে ঃ মোঃ আতিয়ার রহমান
বসন্তের ঐ শেষ ভাগে
দাবদাহ বাড়ছে প্রকৃতিতে
ছাতা নিয়ে তাই হয়েছি বের
শান্তি পাবার নিমিত্তে।
রাতের বেলায় বেশ ঠান্ডা
গরম পড়ছে দিনে
মশার প্রকোপ যাচ্ছে বেড়ে
কয়েল আনছে কিনে।
কোকিলের ডাক ভেসে আসে
মাঝে মধ্যে কানে
ডাক শুনে বুঝতে পারছি
কোকিল সবার টানে।
চৈত্র মাসে মনের মাঝে
ঝড় বৃষ্টির ভয়
গিন্নীর কথা শুনে বুঝি
মনে শঙ্কা রয়।
মন্তব্য