২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> খুলনা >> চুয়াডাঙ্গা >> ট্রাভেল >> দেশজুড়ে >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • চুয়াডাঙ্গায় ঠান্ডায় ফাটল রেললাইন, অল্পের জন্য রক্ষা পেল ট্রেন
  • চুয়াডাঙ্গায় ঠান্ডায় ফাটল রেললাইন, অল্পের জন্য রক্ষা পেল ট্রেন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ সজিব উদ্দিন চুয়াডাঙ্গা প্রতিনিধি >>>

    অতিরিক্ত ঠান্ডায় চুয়াডাঙ্গার জীবননগরের উথলীতে রেললাইনে ফাটল দেখায় ট্রেন চলাচলে সাময়িক ধীরগতি হয়েছে। আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে রেললাইনের ওপর লাল পতাকা টানিয়ে দর্শনা অভিমুখী একটি তেলবাহী মালগাড়ি থামিয়ে চালককে অবহিত করেন।
    মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উথলী-দর্শনা রেললাইনের তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। জীবননগর আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষক (টিআই) জসিম উদ্দিন জানান, উথলী-দর্শনা রেলপথের উথলী তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখে রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান স্থানীয় এক ব্যক্তি। তাৎক্ষণিকভাবে আনসার সদস্যদের দায়িত্বে থাকা প্লাটুন কমান্ডার একরামুল হকের নেতৃত্বে রেললাইনের ওপর লাল পতাকা টানিয়ে দর্শনা অভিমুখী একটি তেলবাহী মালগাড়ি থামিয়ে চালককে অবহিত করেন। চালক নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধীরগতিতে ঘটনাস্থল অতিক্রম করান। এরপর খুলনা অভিমুখী ১৬ ডাউন মহানন্দ মেইল এবং পার্বতীপুর অভিমুখী ২৩ আপ রকেট মেইল ট্রেন দু’টিকে ধীরগতিতে ঘটনাস্থল অতিক্রম করান। উথলী স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে রেললাইনে ফাটল হতে পারে। খবর পেয়ে দ্রুত রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page