সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক
যথাযোগ্য মর্যাদায় ডুমুরিয়ার চুকনগর গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও গণহত্যা স্মৃতিরক্ষা পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করে। ১৯৭১ সালের ২০ মে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নৃসংসভাবে গণহত্যায় নিহত শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ২০মে শনিবার দুপুরে গণহত্যা ৭১ স্মৃতি রক্ষা পর্ষদের আয়োজনে চুকনগর ডিগ্রি কলেজ মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণহত্যা ৭১ স্মৃতি রক্ষা পর্ষদের সভাপতি অধ্যক্ষ (অবঃ) এবিএম শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এড. রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তি যোদ্ধা নুরুল ইসলাম মানিক, থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া, আমরা ৭১-এর প্রধান সমম্বয়ক মাহাবুর রহমান, আ.লীগ নেতা অধ্যাপক জিএম ফারুক হোসেন, সরদার শরিফুল ইসলাম প্রমুখ। বক্তাগণ চুকনগরের সর্ববৃহৎ গণহত্যাকে আন্তজার্তিক স্বীকৃতি অডিটোরিয়াম, জাদুঘর, রেস্টহাউস নির্মাণসহ বধ্যভূমি পর্যন্ত একটি পাকা সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন। এর আগে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় সরকারি বেসরকারি শায়িত্ব শাসিত শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় । সকাল ১০টায় স্বাধীনতার ৫২ বছর পূর্তি এবং গণহত্যায় নিহত শহিদদের স্মরণে ৫২ ডালি পুষ্প পাপড়ি ভদ্রা নদীতে ছিটানো হয়।
মন্তব্য