আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল প্রতিনিধি>>> নোয়াখালীতে চাটখিল বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৯ নভেম্বর চাখিল পৌর বাজারের কুটুম ঘর কমিউনিটি সেন্টারেনির্বাচন অনুষ্ঠিত হয়।এতে চাটখিল পৌর বাজারের মুদি ব্যবসায়ীগণ সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রত্যক্ষভাবে ভোট প্রয়োগ করেন।নির্বাচনে সভাপতি পদে নজির মোল্লা তার প্রতিদ্বন্দ্বী হাজিনুন নবী ২৮ ভোট করে পেয়েছেন।এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান ও তার প্রতিদ্বন্দী মনির হোসেন ৩০ ভোট করে পেয়েছেন।সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সমপরিমাণ ভোট পেয়ে দুইজন ড্র করায় সকলের মতামতের ভিত্তিতে টস করার সিদ্ধান্ত হয়।টসে নজির মোল্লা সভাপতি ও আব্দুল্লাহ আল নোমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।অন্যান্য পদের মধ্যে মোঃ সুমন সহ-সভাপতি,বদরুদ্দোজা সহ-সাধারণ সম্পাদক,মাহফুজ আলম হেলাল কোষাধাক্ষ,নাসির উদ্দিন আহমেদ দপ্তর সম্পাদক,মনজুর আলম,মো: আলমগীর ও মনির হোসেন সদস্য নির্বাচিত হয়।নির্বাচনে চাটখিল পৌর বাজারের ৬৭ জন মুদি ব্যবসায়ের মধ্যে সকলে উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করায় শতভাগ ভোট কাস্ট হয়।
মন্তব্য