আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি।।
ভূমি মন্ত্রণালয় ঘোষিত স্মার্ট ভূমি ব্যবস্থাপনা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নোয়াখালীর চাটখিল উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২মে) সকাল ১১টা উপজেলা সহকারী কমিশনার( ভূমি) কার্যালয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) উজ্জ্বল রায়, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান, মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ, ভূমি আইটি কর্মকর্তা নাঈমুর রহমান, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার জেলা প্রতিনিধি বেল্লাল হোসাইন নাঈম, সাংবাদিক জসিম মাহমুদ আমান উল্লাহ মীর , আলমগীর হোসেন হিরু, রুবেল হোসেন সহ ভূমি অফিসের কর্মকর্তারা ও ভূমি সেবা গ্রহীতাগণ।
মন্তব্য