আনোয়ারুল আজিমঃচাটখিল (নোয়াখালী) প্রতিনিধি>>> চাটখিলে স্বামী পরীত্যাক্ত নারী মারিয়া সুলতানা শান্তা (৩৪) এর অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় সমাজকে বাঁচাতে আজ সোমবার ২১ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ও চাটখিল থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেন চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ডের এলাকাবাসী।অভিযোগ সূত্র বলছে,মারিয়া সুলতানা শান্তা দীর্ঘদিন থেকে বজলুর রহমান লিটনের বাসায় ভাড়া নিয়ে থাকছেন।তার আচরনে চলাফেরায় স্থানীয় জনগণ অতিষ্ট হয়ে পড়েছে।এলাকার পাশ্ববর্তী বাসার মালিক রাজা মিয়া বলেন,মুসলিম নারীর রীতি নীতি এর মধ্যে নেই বল্লেই চলে এই নারী।তাহার পোশাক পরিচ্ছেদ চলাফেলা বেহায়াপনায় আমাদের নারী সমাজকে কলংকিত করেছে।সে স্বামী পরিত্যাক্ত মহিলা বেশ্যাবৃদ্ধি পেশায় নিয়োজিত বলে সমাজে কথিত আছে।স্থানীয় সূত্র চলছে,উক্ত মহিলা ইতি পূর্বে ৪টি বিবাহ করিয়াছে। সে একজন বে-পরোয়া নির্লজ্য ধান্দাবাজ চতুর মহিলা হওয়ায় তার কৌশলের কাছে ধরাশায়ী সমাজে হেনস্থ হয়েছে অনেকই।সমাজের লোকেরা বাড়ির মালিককে অবহিত করলে, মালিক বজলুর রহমান লিটন তাকে বাসা থেকে বাহির করার চেষ্টা করেও ব্যার্থ হয়েছেন।বাড়ির মালিক বাসা ছেড়ে দেওয়ার জন্য অতিরিক্ত চাপ দেওয়ায়,মহিলাটি তাকে বিভিন্ন ভাবে অপদস্থ করছেন বলে খবর পাওয়া গেছে।এদিকে সোশ্যাল মিডিয়াতেও ঐ নারীর অপকর্মের কথা বলে যাচ্ছে বিভিন্ন লোকজন।বর্তমানে এলাকা হইতে তাড়িয়ে দিয়ে সমাজ রক্ষা করার জন্য এলাকাবাসী একত্রিত হয়ে এবার সৌচ্ছার হয়ে উঠেছেন।এই মহিলাকে উৎচ্ছেদ করা সময়ের দাবী তবে উৎচ্ছেদ না হলে কঠোর কর্মসূচির নিবেন বলে জানায় এলাকাবাসী।
মন্তব্য