মোঃ নাহিদ উজ্জানান শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি>>>
৬ জুন ২০২৩ ইং সকাল: ০৯:৩০মিনিট চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা স্থান:- টাউন ক্লাব, চাঁপাইনবাবগঞ্জ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি একে এম গালিব খান জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ এর প্রতিনিধি জনাব মো: জুবায়ের জাহাঙ্গীর, সহকারী কমিশনার(ভুমি) চাঁপাইনবাবগঞ্জ।সভাপতিত্ব করেন- আব্দুল হাকিম সভাপতি, অন্ধকল্যাণ চক্ষু হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ।সূচনা বক্তব্য রাখেন:-মো: আকতারুজ্জামান সিহাব, সভাপতি, চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন।সভাপতি তার বক্তব্য বলেন এক বছরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন স্বেচ্ছায় রক্তদান সংগঠন চাঁপাইনবাবগঞ্জে অবস্থানরত বিভিন্ন ক্লিনিক সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রায় ১৪০০বাগ ব্লাড গরিব অসহায় দুস্থ মানুষের জন্য ব্যবস্থা করে দিয়েছি।২০০ দুস্থ মানুষকে শীতে কম্বল বিতরণ করেছি, ২৭৫ জনকে ইফতার করিয়েছি, ৩৯ টি ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও ফ্রী ব্লাড গ্রুপ নির্নয় করেছি।১৭৫ জনকে রক্ত দেয়ার পর ডাব জুস এবং পরিবহন খরচ দিয়েছি। আমাদের চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন স্বেচ্ছায় রক্তদান সংগঠনকে গতিশীল /বেগমান এর জন্য সরকারের কাছে আর্থিক সাহায্য দৃষ্টি আকর্ষণ করছি ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন:- ফাইজা আকতার রুপালী ব্যাংক ম্যানেজার, চাঁপাইনবাবগঞ্জ, শাহনাজ খাতুন (ফ্লোরা), অবস ও গাইনি বিশেষজ্ঞ, ম্যাক্স হসপিটাল, সাংবাদিক মোঃ সেলিম রেজা জাতীয় দৈনিক যায়যায়দিন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, প্রতিষ্ঠাতা রুমন মাহমুদ,জনাব আলী ট্রাফিক সার্জেন্ট, চাঁপাইনবাবগঞ্জ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:-চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উপদেষ্টা মন্ডলী – জনাব আলী, আব্দুল মবিন, মো: টমাস খান, মো: ওয়ালিদ হাসান, মো: সেন্টু আলী।চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের কমিটি : মো: রুমন মাহমুদ -প্রতিষ্ঠাতা মো: আকতারুজ্জামান সিহাব-সভাপতি,মোহাম্মদ আলী -সাধারন সম্পাদক, শাকির হোসেন-সাংগঠনিক সম্পাদক, মশিউর রহমান- অর্থ সম্পাদক,মো: তামিম ইকবাল- সহ সভাপতি, সোহেল রানা – সহ সাংগঠনিক সম্পাদক, অসিম আকরাম – ধর্ম সম্পাদক সাহিদা আকতার- মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফুয়াদ আহমেদ পলক- ক্যাম্পিং সম্পাদক, গাজী কামাল- স্বাস্থ্য সম্পাদক, জোহরুল ইসলাম- কার্যকরী সদস্য মো: হাবিবুর রহমান – আইটি সম্পাদক সদস্য রনক, মাসুদ রানা, মাসুম সোহেল,আসিফ,টমাস,রায়হান নাদিম।এছাড়া আরো উপস্থিত ছিলেন:-চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সদস্যগন জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আয়োজনে: চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন।
মন্তব্য