আবুল হাশেম, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ>>>
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি কোম্পানীর একটি চৌকস অপারেশনাল দল গত ১৭ জুন ২০২৩ তারিখ রাত ১০:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চর হাকিমপুর টুকপাড়া গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ।উক্ত অভিযানে,হেরোইন-০৩ কেজি ১৮৯ গ্রাম, ওয়ান শুটারগান-০১টি, মাদক প্যাকেটজাত মেশিন-০১টি, মোবাইল-০১টি, সীমকার্ড- ০১টি, নগদ-৪৮,৫০০/-টাকা উদ্ধার করে এবং আসামী মোঃ আমিনুল (৩৭), পিতা-মোঃ মনজুর, সাং-চর হাকিমপুর টোকপাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ‘কে গ্রেফতার করে। ধৃত মাদক ও অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত বিপুল পরিমাণ হেরোইন ও অবৈধ অস্ত্রটি তার নিজের সে কথা স্বীকার করে। মাদকগুলো ঢাকাসহ সারা বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় পাচার করতেন বলে প্রাথমিক ভাবে স্বীকার করেন। মাদক, অস্ত্র কিংবা জঙ্গীবাদের বিরুদ্ধে র্যাবের এধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
মন্তব্য