জেলা প্রতিবেদক মোহাম্মদ ওমর ফারুক>>>চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমায় বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট এর কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত হয়।২মার্চ শনিবার বিকেলে পৃথক পৃথক ২ জোড়া দলের মধ্যে কোয়াটার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় এতে রাউলিবাগ ইয়াং স্টার বনাম চেয়ারম্যান বাড়ি ক্রিকেট একাদশ এর মধ্যে কোয়াটার ফাইনাল ম্যাচে চেয়ারম্যান বাড়ি ক্রিকেট একাদশ পরাজিত করে রাউলিবাগ ইয়াং স্টার একাদশ বিজয়ী গৌরব অর্জন লাভ করেন।এবং ডেবারকূল স্পোর্টস একাডেমি বনাম স্টিল মালিক সমিতি এর মধ্যে কোয়াটার ফাইনাল ম্যাচে স্টিল মালিক সমিতি একাদশকে পরাজিত করে ডেবারকুল স্পোর্টস একাডেমি বিজয়ী গৌরব অর্জন লাভ করেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ,বৈলতলী ইউনিয়ন শাখার সভাপতি জনাব আলহাজ্ব মুহাম্মদ কবির সওদাগর, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব মুহাম্মদ নূর হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইউনুস সওদাগর। বৈলতলী ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখা,এতে আরো উপস্থিত ছিলেন প্রবীণ দৌলত খান,চরবরমা ৯নং ওয়ার্ড ইউ পি সদস্য আনিসুর রহমান,সোহেল,কায়চার খান,ইসা খান,মাকসুদ, তারেক,আকিব,তাছির,প্রমুখ।শহীদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি জাহেদ হোসেন খানের সভাপতিত্বে ও শহীদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় অনুষ্টানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য