গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি>>>
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলায় সাংবাদিকদের সমন্বয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার ১৪ই জুন সকাল দশটায় গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা জেলা সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মোহাম্মদ এর সভাপতিতে আলোচনায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার সাকিবুর রহমান. মেডিকেল অফিসার ডাক্তার দিবাকর বিশ্বাস ডাক্তার সাদ মোঃ জয় সহ জেলার কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ডাক্তার নিয়াজ মোহাম্মদ জানান আগামী ১৮ জন সকাল ৮ হতে বিকাল ৪ঃ০০ টা পর্যন্ত সারাদেশের নেয় গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় ৯ লাখ ৯০ হাজার ৩শ ১৩ জন (১২-৫৯) মাস বয়সি শিশুদেরকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এতে জেলার পাঁচ উপজেলার স্থায়ী ও অস্থায়ী মোট ১ হাজার ৭শ১৬ টি কেন্দ্রে ৩ হাজার ৪শ ৩২ জন স্বেচ্ছাসেবী একযোগে কাজ করবে বলে জানান তিনি
মন্তব্য