২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> দেশজুড়ে >> রাজশাহী >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • গাংনীতে মৎস্য প্রজেক্টের পুকুরে বিষপ্রয়োগ প্রায় ৮০ লক্ষ টাকার মাছ নিধন
  • গাংনীতে মৎস্য প্রজেক্টের পুকুরে বিষপ্রয়োগ প্রায় ৮০ লক্ষ টাকার মাছ নিধন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মেহেরপুর প্রতিনিধিঃ>>>

    মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামে গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর মৎস্য খামারে কে বা কারা বিষপ্রয়ােগ করে ৮০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবা গত রাতে গাংনী উপজেলার এলাঙ্গী গ্রাম সংলগ্ন মাছের ঘের/ খামারে এঘটনা ঘটেছে। স্হানীয় মাছ চাষী সাগর আলী জানান গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীর মাছের ঘেরের সাথে আমার একটি মাছের ঘের রয়েছে সে সুবাদে রাতে আমি ঘটনাস্থলে ছিলাম। আহম্মেদ আলীর ১৫ একর জলাশয় / জলাকারের নিরাপত্তার জন্য সি সি ক্যামেরা লাগানো ছিলো। কে বা কারা বিদ্যুৎ লাইন ও সিসি ক্যামেরার লাইন কেটে মাছের ঘেরে বিষপ্রয়োগ করে। ১৪ জুন বুধবার সকালে ঘেরের কর্মচারীরা দেখতে পায় মাছ আস্তে আস্তে মরে ভেসে উঠছে। সকালে বিষের ব্যাগ উদ্ধার করে ঘের হতে। ঘের মালিক আহমেদ আলী জানান শত্রুতাকরে একটি চক্র এমন এমন ক্ষতি করেছে আমার । আমি তাদের সনাক্ত করেছি তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেব।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page