জেলা প্রতিনিধি নড়াইল>>>
কুরবানী ঈদ উপলক্ষে সবার নজর কেড়েছে, লোহাগড়া উপজেলা ইতনার ধলাবাবু নামের গরু। বিশাল দেহী ফ্রিজিয়াান জাতের এই ষাড়ের ওজন আনুমানিক ২০ মনের অধিক। লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের খামারে স্বযত্নে লালন পালন করা হচ্ছে। ওই খামারে ধলাবাবু ছাড়া অন্য গরু দেখতে প্রতিদিন অনেক মানুষ নজরুল ইসলাম মেম্বরের বাড়িতে ভীড় জমায়।নজরুল ইসলাম জানান, ফ্রিজিয়ান জাতের ধলাবাবুর বয়স আড়াই বছর । নিজ খামারের গাভীতে কৃত্তিম প্রজননের মাধ্যমে জন্ম হয় ধলাবাবুর। ধলাবাবু ষাড়টি কোন প্রকার রাসায়নিক ইনজেকশন ছাড়্ইা, সম্পুর্ন প্রাকৃতিক খাবার খাইয়েই বড় করা হয়েছে। প্রতিদিনের খাবার তালিকায় রাখতে হয়, কাঁচা ঘাস, খড়, ভুষি, বিচি কলা, চাউলের কুড়া ইত্যাদি।জানা যায়, নিজ খামারে জন্ম নেওয়া ষাড়বাছুরটি কে নিজ সন্তানের মতোই পরম মমতায় লালন পালন করেছেন, এ ছাড়া খামারের গরু লালন পালন করার নিজস্ব জমিতে ঘাসের চাষ করা হয়েছে।চরদৌলতপুর গ্রামের -মিন্টু কাজি, ফায়েক শেখ সহ ৪/৫ বলেন, যারা বড় গরু কুরবানী দেন, তারা যেন গরুটি কিনে নেয়,বিশালদেহী গরু হাটে নিয়ে বিক্রি অনেক কষ্টের, সঠিক ক্রেতা পেলে উচ্চ দাম চাইবেন না তিনি। এটার ন্যায্য দাম পেলে ভবিষ্যতে বড় গরু লালন পালনে আগ্রহ বাড়বে।ষাড়ের মালিক প্রাকৃতিক খাবার খাওয়ায়।
মন্তব্য